শিরোনাম
নরসিংদী, ২০ অক্টোবর ২০২৫ (বাসস) : অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাধবদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে রাত্রিকালীন গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নরসিংদীতে মাধবদী পৌরসভার ম্যানচেস্টার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং দুর্ঘটনার সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি উপস্থিত দর্শকদের জন্য বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বাস্তবভিত্তিক অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করা হয়।
বিশেষ করে, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে জনগণকে সচেতন করতে এবং ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করার উদ্দেশে এ গণসংযোগ করা হয় বলে জানান আয়োজকরা।
এসময় উপস্থিত দর্শক, শাওন খন্দকার শাহিন বলেন,‘আজকের এই কর্মসূচি দেখে অনেক কিছু শিখেছি। আগুন লাগলে কীভাবে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আগে জানতাম না। ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে বাস্তব প্রশিক্ষণ দেখালেন, তাতে আমরা নিজেরাই এখন কিছুটা প্রস্তুত বোধ করছি। অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলা বিষয়ে এমন সচেতনতামূলক আয়োজন নিয়মিত হলে মানুষ আরও সচেতন হবে এবং বড় দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব বলে জানান তিনি।’
এসময় মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান উপস্থিত দর্শক ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, ‘অগ্নিনিরাপত্তা শুধু ফায়ার সার্ভিসের নয়, এটি সবার দায়িত্ব। অল্প সচেতনতা ও প্রস্তুতি ভূমিকম্প সহ অনেক বড় দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে পারে।’
মাধবদী থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, হাসপাতালে নার্স, টেক্সটাইল শ্রমিক ও সাধারণ মানুষ এই গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপস্থিত দর্শকরা প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র দেখেন, এসময় এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।