বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ২০:২১

কুমিল্লায় বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

ছবি: বাসস

কুমিল্লা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস।  

আজ সোমবার দিবসটি উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

আলোচনা সভায় বক্তারা মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।