শিরোনাম
শেরপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার শ্রীবরদী উপজেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনাসভা এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫ টায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীবরদী উপজেলার গড়জড়িপা বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
গড়জড়িপা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইসরাফিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এ কর্মসূচীতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।