বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৯

রাঙ্গামাটিতে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙ্গামাটিতে আজ তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পৌরসভাধীন রিজার্ভ বাজারের তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ সোমবার দুপুরে চেঙ্গীমুখ এলাকায় অভিযান পরিচালনা করে। 

তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।

অভিযানকালে ভোক্তাবিরোধী অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদউত্তীর্ণ বিস্কুট বিক্রি করায় স্বপন বেকারিকে ২ হাজার টাকা, আমদানিকারকের তথ্যবিহীন পণ্য বিক্রি করায় মুক্তা স্টোরকে ১০ হাজার টাকা ও খোলা সরিষার তেল বোতলজাত করে বিক্রি করায় মেসার্স ঝন্টু দে-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রানা দেব নাথ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাঙ্গামাটির নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়। 

অভিযানে সহযোগিতা করে রাঙ্গামাটি কোতয়ালী থানার একটি টিম ও স্থানীয় প্রশাসন।