শিরোনাম
রাজবাড়ী, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান ২০২৫ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি রেলী বের হয়। র্যালীটি বিভিন্ন প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তারা মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।