শিরোনাম
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জে শিক্ষাক্ষেত্রে মেয়েদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের বত্রিশ এলাকার পপি পার্ট কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে এ সভা হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে ‘অদম্য’ প্রকল্পের আওতায় সভায় মেয়েদের শিক্ষায় প্রতিবন্ধকতা দূরীকরণ, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন ও সামাজিক বৈষম্য মোকাবিলায় টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার ইফতিখার উল করিমের সভাপতিত্বে সভায় জেলা সমাজসেবা উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, সমাজে স্থায়ী পরিবর্তনের জন্য শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন অপরিহার্য। মেয়েরা এখন অনেক এগিয়েছে, তবে উন্নয়নের ভারসাম্য রাখতে ছেলেদের শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা হতে হবে সবার জন্য, লিঙ্গ নির্বিশেষে।
জাগো ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার ইফতিখার উল করিম বলেন, মানসম্মত শিক্ষা হলো পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। জাগো ফাউন্ডেশন এমন একটি সমাজ গড়ে তুলতে কাজ করছে, যেখানে প্রতিটি মেয়ে ভয়মুক্ত পরিবেশে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে।
সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদার বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষায় এখনও নানা বাধা আছে। ‘অদম্য’ প্রকল্প সেই বাধা দূর করতে সচেতনতা বাড়ানো ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে।