বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৭:২২

লালন শাহের তিরোধান দিবসে নীলফামারীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নীলফামারী জেলায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

নীলফামারী, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

সভায় বক্তারা ফকির লালন শাহের জীবন দর্শণ, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেয়ার আহবান জানান। এছাড়াও দেশজুড়ে লালন শাহের কর্মসূচি ছড়িয়ে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।