বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ২১:১২

এইচএসসিতে ১,২১৮ জিপিএ-৫ পেয়ে এগিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১,২১৮ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১,৬৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১,৬৯২ জন উত্তীর্ণ হয়েছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ। উত্তীর্ণদের মধ্যে ১,২১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে ৫৭৪ জন পুরুষ ও ৬৪৪ জন নারী।

বিভাগভিত্তিক ফলাফল:

বিজ্ঞান বিভাগ: ১,১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৩২ জন উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছেন ৯৬৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ: ৪২৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছেন ১৮৬ জন।

মানবিক বিভাগ: ১৩৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।

রাজধানীর অন্যান্য শীর্ষস্থানীয় কলেজের ফলাফল: 

নটর ডেম কলেজ: মোট পরীক্ষার্থী: ৩,২৫১ জন উত্তীর্ণ: ৩,২২৬ জন পাসের হার: ৯৯.২৩% জিপিএ-৫: ২,৪৫৪ জন (বিজ্ঞান: ১,৯৬৮, ব্যবসায়: ৩৭৮, মানবিক: ১০৮)

আদমজি ক্যান্টনমেন্ট কলেজ: মোট পরীক্ষার্থী: ২,৩৬৭ জন উত্তীর্ণ: ২,৩১৫ জন পাসের হার: ৯৭.৮% জিপিএ-৫: ১,২২৯ জন

ঢাকা কলেজ: মোট পরীক্ষার্থী: ১,১৩৭ জন উত্তীর্ণ: ১,১২৭ জন পাসের হার: ৯৯.১২% জিপিএ-৫: ৮৫৭ জন

ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ: মোট পরীক্ষার্থী: ১,০১৬ জন উত্তীর্ণ: ১,০১৪ জন পাসের হার: ৯৯.৮% জিপিএ-৫: ৮৫১ জন

হলি ক্রস কলেজ: মোট পরীক্ষার্থী: ১,৩০৭ জন উত্তীর্ণ: ১,৩০৪ জন পাসের হার: ৯৯.৭৭% জিপিএ-৫: ৯৬০ জন বিভাগভিত্তিক জিপিএ-৫: বিজ্ঞান ৬৩৪, ব্যবসায় ১৭৬, মানবিক ১৫০

ঢাকা সিটি কলেজ: মোট পরীক্ষার্থী: ৩,৪৪১ জন উত্তীর্ণ: ৩,৩৬৯ জন পাসের হার: ৯৭.৯১% জিপিএ-৫: ৭৫২ জন

সরকারি বিজ্ঞান কলেজ: মোট পরীক্ষার্থী: ১,০০৫ জন উত্তীর্ণ: ৯৮৭ জন পাসের হার: ৯৮.৯০% জিপিএ-৫: ৬৮৭ জন

বিএএফ শাহীন কলেজ: মোট পরীক্ষার্থী: ২,০২১ জন উত্তীর্ণ: ১,৯৯৫ জন পাসের হার: ৯৮.৭% জিপিএ-৫: ১,০০২ জন

বীর শহীদ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ: মোট পরীক্ষার্থী: ১,৮২৪ জন উত্তীর্ণ: ১,৮০২ জন পাসের হার: ৯৮.৭৯% জিপিএ-৫: ৫২৪ জন।