শিরোনাম
কুমিল্লা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলায় আজ ৫০ কেজি নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
অভিযানকালে বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে কংশনগর বাজারের একটি দোকানে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ কেজি নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ এবং মাছ ব্যবসায়ী রাসেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত ‘পিরানহা’ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, পিরানহা একটি আগ্রাসী বিদেশি মাছ। এটি স্থানীয় প্রজাতির মাছ ধ্বংস করে জীববৈচিত্র্েযর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সরকার অনেক আগেই ‘পিরানহা’ চাষ, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করেছে।
বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ যদি ‘পিরানহা’ বিক্রির চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।