বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৪:৩১

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১০ অক্টোবর.২০২৫ (বাসস): জেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মশুরা , মধ্যচর রমজানবেগ এবং বকচর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সদর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি ) মারজানা আক্তারের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নদী থেকে অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং সদর থানা পুলিশ।

মা ইলিশ সংরক্ষণ কর্মসূচীর আওতায়  ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।