বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৩:২৭

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ ও গণমিছিল

ছবি : বাসস

নোয়াখালী, ১০ অক্টোবর,২০২৫ (বাসস):'তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক' এই চেতনাকে জাগ্রত করতে এবং তৃণমূলে বিএনপিকে সুসংগঠিত করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জেলার হাতিয়ায় লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং কয়েক হাজার দলীয় নেতা কর্মীদের নিয়ে গণমিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানবীর উদ্দিন রাজীব।

 মিছিল শেষে বিএনপির নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।