বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৪

নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

ছবি : বাসস

নাটোর, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায়  আজ বিভিন্ন বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমীর জেলা কার্যালয়ে শুক্রবার সকাল নয়টা থেকে আয়োজিত  প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশ’ শিক্ষার্থী তিনটি গ্রুপে চিত্রাংকন, আবৃত্তি, সংগীত এবং নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান,গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। আগামী ১৪ অক্টোবর সমাপনী দিনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।