শিরোনাম
শেরপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় এবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় মোট তিনলাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে টাইফয়েডের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শেরপুর জেলায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে টাইফয়েডে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৫৮ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৩৫০।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। এর মধ্যে প্রথম সপ্তাহে (১২ থেকে ৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহে (১ থেকে ১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রাম ও শহরাঞ্চলে) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।