শিরোনাম
চট্টগ্রাম, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিওসমূহের সহযোগিতায় এবং কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের ‘লাইটি’ প্রকল্পের সৌজন্যে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যাশিশু দিবসে এবারের প্রতিপাদ্য— ‘আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান বলেন, প্রত্যেকটি কাজে ছেলে শিশুর মত আমাদের কন্যা শিশুরও সমান অধিকার রয়েছে। তাদের প্রতি কোন ধরণের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা।
তিনি বলেন, কন্যা শিশুদের প্রত্যেকের পুষ্টি চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরী। অন্যান্য শিশুর মত কন্যা শিশুদেরকেও পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এ ব্যাপারে প্রত্যেক শিশু ও অভিভাবককে সচেতন থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, আজকের কন্যা শিশুরা সর্বত্র নিরাপদ থাকবে— এটাই আমাদের প্রত্যাশা। নারী-পুরুষ বিভেদ সৃষ্টি করা যাবে না। নারী ও শিশুর প্রতি যেন কোন ধরণের অন্যায়-অবিচার না হয়, সে বিষয়টি সব সময় বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, উন্নত দেশ গড়ার কল্যাণে শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে। ঘরে বসে না থেকে, তারা স্বপ্ন ও টার্গেট নিয়ে কাজ করলে দেশের উন্নয়নের চিত্র পাল্টে যাবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। বাল্যবিবাহের কারণেই কন্যা শিশুরা তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। বাল্যবিবাহ রোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখতে হবে।
চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন— শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল-এর উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর পরিচালক নাসরিন সুলতানা খানম ও এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য ফরহাদুল আলম।