শিরোনাম
রংপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): সারাদেশের ন্যায় রংপুরেও সাড়ে ৮ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা।
রংপুর জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশু ও জেলার ৮ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশু। ইতোমধ্যে জেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন এবং সিটি করপোরেশনে ৩৬ হাজার ৮৬ জন শিশু নিবন্ধনের আওতায় এসেছে। তবে নিবন্ধিত-অনিবন্ধিত সকল শিশুকেই এ টিকা দেওয়া হবে।
‘শিশু কিশোর ও নারী উন্নয়ন সচেতনতামুলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে জানানো হয়, এক ডোজ টিসিডি টিকা দিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচের শিশুকে টাইফয়েড টীকা দেওয়া হবে।
এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন- রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন গণসংযোগ অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি মঞ্জুর আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির।
এতে বক্তব্য দেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, রংপুর রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন প্রমুখ।