শিরোনাম
রাজশাহী, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের ১টি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, ৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) হতে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া নামক এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে ১৫৬ কেজি ওজনের ১টি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।