বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৭

রাঙ্গামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ছবি : বাসস

রাঙ্গমাটি, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মে. হাবিব উল্লাহ মারুফ।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার এস এম মান্না, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। বরং কন্যাশিশুরা হলো সমাজের আলোকবর্তিকা। কন্যাশিশুর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন সকলকে এগিয়ে আসতে হবে এবং তাদের প্রতি সব রকমের সহিংসতা ও নির্যাতন রোধে সোচ্চার হতে হবে।

সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ১৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়।