বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৬

রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান 

রাজশাহী, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল আজ এই অভিযান পরিচালনা করে। 

আজ বুধবার দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন অভিযানে নেতৃত্ব দেন। 

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘প্রকৃত বাজার দর অপেক্ষা অস্বাভাবিক উচ্চ মূল্যে রেলের বিভিন্ন সরঞ্জাম, রেল পরিচালনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করায় সরকারের তিন কোটি ৯২ লাখ ২৮ হাজার ৫৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে মর্মে ২০২১-২২ অর্থ বছরে অডিট আপত্তি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবো।’ 

কি পরিমাণ টাকার কেনাকাটা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কাগজপত্র এখনো কিছু দেওয়া বাকি রয়েছে। সেগুলো দেখলে বলতে পারবো। মোট কত টাকার বাজেট ছিল এখনো বলা যাচ্ছে না।