বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৪:৩০

নাটোরে ৮৯টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদান প্রদান 

নাটোরে ৮৯টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদান প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি: বাসস

নাটোর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনভূক্ত ৮৯টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে ১৬ লাখ তিন হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদান প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী।

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক নীলা হাফিয়া জানান, আয়বর্ধক খাতে ব্যবহারের জন্যে সফল সংগঠনসমূহকে এককালীন এই অনুদান প্রদান করা হচ্ছে। এরমধ্যে ৮৭টি সংগঠনকে ১৫ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত সাধারণ অনুদান এবং দুইটি সংগঠনকে ৫০ হাজার টাকা করে ঘূর্ণায়মান অনুদান প্রদান করা হচ্ছে।