বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ২১:০৬

ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। ছবি: বাসস

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫(বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫০তম ব্যাচের (১৯৯৭-৯৮ সেশন) আয়োজনে আজ বিকেলে জয়নুল গ্যালারি-১-এ এই প্রদর্শনী শুরু হয়। 

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ফরিদা জামান। 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি জাহিদ মুস্তাফা। 

অধ্যাপক ফরিদা জামান বিকেল ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ শিরোনামে এই প্রদর্শনীতে ২৩ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে গাজার জন্য মানবিক আবেদনের প্রতিফলন।

প্রদর্শনীতে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে ব্লাড অ্যান্ড ব্লসমস (১,২), হুইস্পার অফ টাইড, হুইস্পার অফ সাইলেন্স, মায়া, বাংলার বধু, প্রকৃতি, বৃক্ষ কথন, দুর্গার বিয়ে, দ্য লাস্ট রিডার অব পোয়েট্রি, দ্য গার্ডেনার, অপেক্ষা, সৃষ্টির ছন্দ এবং রেডিয়েন্স ইন দ্য ডার্ক।

প্রদর্শনীটি আগামী ৭ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।