শিরোনাম
ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
বিশেষ বুলেটিনে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।