বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ০০:৪৪

কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

নোয়াখালী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর, ঘোষবাগ ও চাপরাশিরহাট ইউনিয়নের বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।

গতকাল এ কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক  বজলুল করিম চৌধুরী আবেদ। এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি চলছে। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।