বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

ভোলায় দুর্গাপূজা উপলক্ষে উপাসনালয় ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার

ছবি: বাংলাদেশ কোস্টগার্ড ফেসবুক পেইজ

ভোলা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড দক্ষিণ জোন তাদের অধীন উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ ৮০ টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছে।

এতে আরো বলা হয়, দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

প্রতিমা বিসর্জনের স্থানে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জরুরি উদ্ধারে কোস্টগার্ডের বিশেষ ডুবুরিদল সবসময় প্রস্তুত থাকবে।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। যাতে দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসব সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্‌যাপন করতে পারে।