বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের কাজির পয়েন্ট সংলগ্ন অবসরপ্রাপ্ত সহকারী কর্মচারী সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা হয়। 

হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সিভিল সার্জন (অব:) ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ পরিমল কান্তি দে।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. আব্দুল হেকিম। এছাড়াও উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।