শিরোনাম
মাগুরা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদ্যাপন উপলক্ষে জেলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি পুলিশ ও আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, পূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপনে সচেষ্ট থাকতে হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।