বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩

লিগ্যাল এইডের মাধ্যমে ১,৩১,২১৯ জন কারাবন্দিকে আইনি সহায়তা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দেশের ১ লাখ ৩১ হাজার ২১৯ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনগত সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন-এনএলএএসও) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মোট ১২ লাখ ৮২ হাজার ৯৯৭ জন অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী এই সেবার আওতায় উপকৃত হয়েছেন।

প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে সীমিত আকারে শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলায় লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি: ১৬৪৩০)-এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ২৯ হাজার ৫২৯ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০ লাখ ১২ হাজার ৭৭৭ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের (ঢাকা ও চট্টগ্রাম) মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত আইনগত সহায়তা প্রদান আইন অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা কার্যক্রম পরিচালনা করছে। 

এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।