বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন

ছবি : বাসস

নীলফামারী, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরীর উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে লাইব্রেরীর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জানান, প্রেসক্লাবকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লাইব্রেরীতে সাংবাদিকদের পাশাপাশি অন্যরাও এসে বই পড়তে পারবেন।