বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 

ছবি : বাসস

জামালপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার ইসলামপুরের গুঠাইল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।

আজ শুক্রবার এ গণসংযোগে প্রধান অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এ এস এম আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রব দানু, যুগ্ম সাধারণ সম্পাদক হাতেয়া আলী সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সেলিম, মনিরুল করিম, আজিজুর রহমান চৌধুরী, স্টেলিন পালোয়ান, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল করিম ডেবিট, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, হুমায়ুন খান লোহানী, সোহেল প্রধান, শরিফ, আল আমিনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।