বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

ছবি : বাসস

কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যুবরাজ ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান।

কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীকাইল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার দত্ত, আদর্শ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যোগেশ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সদর দক্ষিণ উপজেলা সভাপতি শঙ্কর পাল, নিহার দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার মোট ১৩১ টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।