বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : বাসস

পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার বাউফলে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাউফল পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, বাউফল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সম্রাট, মো. রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর, পৌর ছাত্রদল নেতা মাসুম, আবু, রাকিব, তানভীর প্রমুখ।