বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২

নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ, প্রতিবাদসভা 

নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল। ছবি: বাসস

ভোলা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা জানিয়ে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদসভা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী' দোসরদের হামলার নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে ভোলা প্রেসক্লাব থেকে এনসিপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা করেন। 

এ প্রতিবাদসভায় নিউইয়র্কে এনসিপি'র নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘৃণ্য ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এসময় জেলা নেতারা তাদের বক্তব্যে বলেন, নিউইয়র্কে খুনী হাসিনার লেলিয়ে দেয়া যেসব গুন্ডাবাহিনী জুলাই যোদ্ধাদের ওপর ন্যাক্কারজনক যে হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

সভায় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত, যুগ্ম সমন্বয়কারী শরীফ হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা কমিটির সিনিয়র সদস্য মীর মোশারেফ অমিসহ দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির ভোলা জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লা প্রমুখ।