শিরোনাম
খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ ভূমিতে ফেরাতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকার ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে পূজার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলারে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন মুদ্রার মান ও উন্নয়নে অনেক এগিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকেও বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের তুলনায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ড. খালিদ হোসেন বলেন, দেশের কিছু মানুষ এখানে উপার্জন করলেও তাদের দ্বিতীয় ঠিকানা রয়েছে। যাদের সেকেন্ড হোম আছে, তাদের দেশপ্রেমে ঘাটতি দেখা যায়। আমরা যারা দেশে আছি, দেশকে ভালোবেসে শ্রম দিই, ত্যাগ স্বীকার করি, সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে থাকি— এটাই আমাদের নিরাপদ নিবাস।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।