শিরোনাম
সাতক্ষীরা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেলার উপকূলীয় এলাকার বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
আজ সোমবার সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠীদের মধ্যে ছাগল বিতরণ কর্মসূচিতে তারা এমন তাগিদ দেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুরে আয়োজিত ফ্রেন্ডশিপের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড (এ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট) এএসডি কর্মসূচির আওতায় এসব ছাগল ও ভেড়া বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরও যোগ দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস বা লবণাক্ততার মত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ হলেও, কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সাতক্ষীরা জেলার বাসিন্দাদের। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে দিনকে দিন। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষায়ণ-সবুজায়নের পাশাপাশি উপকূলীয় বাসিন্দাদের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এ জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।