শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও প্রথম ক্লাসেও অংশ নেন।
আজ রোববার সকালে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত আবাসিক হলের সিটে ওঠতে শুরু করেন এবং পরে বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মসূচিতে যোগ দেন।
জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক বার্তায় তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উপাচার্য বলেন, এ বছর সকল নবীন শিক্ষার্থীর জন্য আবাসিক আসন নিশ্চিত করতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। গত শিক্ষাবর্ষ থেকে ছাত্র-শিক্ষক, হল প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের ‘গণরুম’ প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা সম্ভব হয়েছে।
একটি সুন্দর একাডেমিক পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উপাচার্য বলেন, আবাসিক হল এবং একাডেমিক ভবন উভয় ক্ষেত্রেই সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম বা সামাজিক পটভূমি নির্বিশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সৌহার্দ্যের আবাস হয়ে থাকবে।
উপাচার্য নতুন ও পুরাতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনায় একনিষ্ঠ থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।