শিরোনাম
নীলফামারী, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ আগুনে পুড়েছে ১৭ টি পরিবারের ৩০ টি ঘর।
আজ রোববার দুপুর একটার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পূর্ব তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুর একটার দিকে পূর্ব তেলিপাড়া গ্রামে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
এসময় গ্রামের ১৭টি পরিবারের ৩০টি ঘর, রক্ষিত মালামাল পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল সরকার অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারীতে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনের কাজ চলছে।