বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আজ পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা। ছবি : বাসস

পিরোজপুর , ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন সাইদুল ইসলাম কিসমত।

এছাড়া এলিজা জামান ১ম যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য মনোনীত করা  হয়েছে।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন এ আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।