বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংষর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে মো. সেলিম ফকির (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী রাকিব (২০)।

আজ রোববার ভোর ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি রডবোঝাই ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অপর  ট্রাকের পেছনের তিনটি টায়ার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সেলিম ফকির।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা  নিহত চালক সেলিম ফকিরকে উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ট্রাকের আহত সহকারী রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।