শিরোনাম
মাগুরা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত অভিযানকালে সদর উপজেলার ভায়না মোড় এলাকার ‘মেসার্স সোনার বাংলা হোটেল’কে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তদারকি অভিযানকালে সোনার বাংলা হোটেলে নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর ছিল স্যাতসেঁতে ও নোংরা, কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছিলেন না, মেঝেতে খোলা অবস্থায় খাবার রাখা হয়েছিল। রেফ্রিজারেটরে আগের দিনের বাসি গ্রিল ও মুরগির চাপ রক্ত-চর্বিযুক্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল, যা পরে গরম করে পরিবেশন করা হতো। খোলা মিষ্টির গামলায় মাছি, তেলাপোকার বাচ্চা ও নানা পোকামাকড় দেখা যায়। পূর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা সত্ত্বেও হোটেলের স্বাস্থ্যবিধিতে কোনো উন্নতি হয়নি। এ ঘটনায় হোটেলের মালিক মো. উজির বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।