বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১

রাবি’র প্রশাসনিক কর্মকর্তাদের লাঞ্ছনার প্রতিবাদ ইউট্যাবের

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ ছাত্রদের নামে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে প্রোভিসি মাঈনুদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনটি মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি। 

শনিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এসব কথা জানান।

তারা বলেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও প্রায় দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, সাধারণ ছাত্রদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মীরা প্রোভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। এতে প্রশাসনিক কর্তব্য পালনে ব্যাহত ঘটে। 

শিক্ষক নেতাদের অভিযোগ, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাগত পরিবেশের জন্য গভীর হুমকি। শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সীমার মধ্যে থেকে মতামত প্রকাশ বা আন্দোলন করা স্বীকৃত। কিন্তুহিংসা, অবরুদ্ধকরণ বা সম্পত্তি ধ্বংসের দিকে যাওয়া কখনোই কাম্য নয়।

অবিলম্বে ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয় ইউট্যাবের পক্ষ থেকে। 

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। এছাড়াও শান্তি ও আইনের শাসন বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহবান জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনটি। 

শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার স্বীকৃত, তবে তা শান্তিপূর্ণ ও আইনি পথে হওয়া উচিত বলে মনে করে ইউট্যাব নেতারা। বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক নিরাপত্তা ও প্রয়োজনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে শিক্ষক ও কর্মকর্তা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারেন।

ইউট্যাব নেতারা বলেন, আমাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান  সহিংসতা ও অশান্তি এখনই বন্ধ হোক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও মানসিক বিকাশ ঘটে। কোন ব্যক্তি বা সংগঠন অবৈধভাবে ভয় বা হুমকি দিয়ে সেখানে কাজ করাতে পারবে না। 

বিএনপির মিডিয়া সেলে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।