বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।

আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স প্রাইভেট অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। ২৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃক ফি জমা দিতে হবে। ১ সেপ্টেম্বর প্রকাশিত ২০২৩ মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।