শিরোনাম
খুলনা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ড. এম এ রশীদ হলের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ড. এম. এ. রশীদ হলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট-এর উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। হল প্রভোস্ট প্রফেসর ড. মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিবৃন্দ নবীনদের শিক্ষা ও পেশাগত জীবনে সফলতা কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ড. এম এ রশীদ হলের সহকারী প্রভোস্টগণ, হলের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান নবীনদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়, আর বিদায়ী শিক্ষার্থীদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত।