বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

ভোটের মাধ্যমে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে : জাকারিয়া তাহের সুমন

ছবি : বাসস

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, আগামীতে ভোটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আজ শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। আমাদের নেতা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তৃণমূলে কোনো ভাঙন ধরাতে পারেনি ষড়যন্ত্রকারীরা। অতীতের মতো বর্তমানেও তৃণমূল বিএনপিকে শক্তিশালী অবস্থান ধরে রাখতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির সকল কর্মীকে আগামীতে একজন তারেক রহমান হয়ে জনগণের কাছে ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান হলেন আমাদের একমাত্র নেতা। বাকি বাংলাদেশের সবাই আমরা তার কর্মী। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। তবে, আপনারা একত্র থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

জাকারিয়া তাহের সুমন বলেন, একটি দল ফজর নামাজের পরেই জনগণের কাছে চলে যায়। আর আমরা থাকি অন্য কাজে ব্যস্ত।

তিনি বলেন, এভাবে সময় নষ্ট করলে চলবে না, আগামী দিনে বিএনপি নেতাকর্মীদেরকে অনেক তাড়াতাড়ি যেতে হবে ভোটের জন্য। আগামীতে জনগণের ভোট নিয়েই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে।

উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে আলী আক্কাছ চেয়ারম্যান ও সেক্রেটারি পদে কলিমুল্লাহ চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক পদে একে এম সায়েম মজুমদার শিপু ও মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হন।

পৌরসভা বিএনপির সভাপতি পদে আনোয়ার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক পদে মাঈন উদ্দিন বাহার এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সাত্তার ও লোকমান হোসেন নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া, ২০১৮ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা এবং চলতি বছরের  ১ ফেব্রুয়ারী সন্ত্রাসী হামলায় নিহত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম ভূঁইয়ার পরিবারকে ১৫ লাখ টাকার এফডিআর সুবিধা প্রদান করা হয়।