বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

নওগাঁয় বিএনপি’র  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

   ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পোনামাছ অবমুক্ত করা। ছবি : বাসস

নওগাঁ, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার নিয়ামতপুর উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার বিকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বিলে এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও পোনামাছ অবমুক্ত করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম। 

এ সময় নিয়ামতপুর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক মারুফ খান, ইছাহক মণ্ডল, আলী রেজা, তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রনেতা বিপ্লব আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।