বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা 

হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় । ছবি : বাসস

হবিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট নলীনি কান্ত রায় ও সাধারণ সম্পাদক মিহির দাশ, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দনীন শাহীন, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বণিক, নিরঞ্জন সাহা প্রমুখ।

সভায় জানানো হয়, হবিগঞ্জ জেলায় এ বছর ৬৫৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যে কোন ধরনের বিশৃংখলার চেষ্টা করা হলে তাৎক্ষনিক পুলিশকে অবগত করার জন্য পুলিশ সুপার আহ্বান জানান।

এ সময় জেলার বিভিন্ন পূজামন্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।