বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

নেত্রকোণায় ধলাই নদীতে পরিচ্ছন্নতা অভিযান 

আজ নেত্রকোণা পৌরসভার উদ্যোগে ধলাই নদীতে পরিচ্ছন্নতা অভিযান । ছবি : বাসস

নেত্রকোণা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নেত্রকোণা পৌরসভার উদ্যোগে মৃতপ্রায় ধলাই নদীকে প্রাণ ফিরিয়ে আনতে শুরু হয়েছে কচুরিপানা পরিষ্কার অভিযান।

আজ শনিবার সকালে ধলাই নদীর কচুরিপানা পরিষ্কার অভিযান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

কচুরিপানা পরিষ্কার অভিযান শুরুর আগে স্বাগত বক্তব্যে নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার। 

স্বতঃস্ফূর্তভাবে ধলাই নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেত্রকোণা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।