শিরোনাম
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাফরুল আযম।
তিনি শুক্রবার রাজধানীর ফার্মগেইটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন। ২০২৫-’২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচনে এ ভোট অনুষ্ঠিত হয়।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দুই পর্বে অনুষ্ঠিত ভোটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সব পদেই জাফরুল আযম-আসাদুজ্জামান প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত দুই পর্বে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়লাভের পর জুয়াব সভাপতি ড. এ টি এম জাফরুল আযম জানান, নতুন কমিটি আগামী দুই বছর বাংলাদেশের জাপানি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক ও পেশাগত সম্পর্ক আরো জোরদার এবং বাংলাদেশ-জাপানের মধ্যে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বাড়াতে কাজ করবে।