বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

বাগেরহাটে ইয়াবা সহ আটক ১ 

‎বাগেরহাট জেলা সদরে মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা এক নারীকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

‎বাগেরহাট, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা-সহ ফরিদা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় ভাতের হোটেল থেকে ওই নারীকে আটক করা হয়। 

আটককৃত নারী ফরিদা বেগম বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। তিনি ওই এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) বিপ্লব সরকার তার সংগীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট পৌরসভার ৭ নম্বার ওয়ার্ড নাগেরবাজারে ভাতের হোটেল থেকে হোটেল মালিক ফরিদা বেগমকে একহাজার পিস ইয়াবা সহ পুলিশ আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ- উল- হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।