বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭

সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল

ডা. এ কে এম কামারুজ্জামান। ছবি : বাসস

কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সকালে তার বনানীর বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. কামারুজ্জামানের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন এবং ভক্তানুরাগী রেখে গেছেন।

তিনি আরও জানান, আজ বা’দ মাগরিব রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর-৩, জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

ডা. এ কে এম কামারুজ্জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। নাঙ্গলকোটে তিনি গড়ে তুলেন এ অঞ্চলের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল।

তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তৎকালীন কুমিল্লা-১১ আসন (নাঙ্গলকোট উপজেলা বর্তমানে কুমিল্লা-১০) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।