বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 

আজ শুক্রবার বেলা বারোটায় জেলা সদরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : বাসস

নাটোর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে জেলা বিএনপি। 

আজ শুক্রবার বেলা বারোটায় জেলা সদরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  

জেলা বিএনপি'র আহ্বায়ক রহিম নেওয়াজ-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্রসহ নাটোর পৌরসভা এলাকার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।