বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

খাগড়াছড়ির গুইমারায় বিএনপি’র সাংগঠনিক সভা

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। 

এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আব্দুর রব রাজা প্রমুখ।

বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।